ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিগগিরই বাস টার্মিনালে ডিজিটাল ব্যানারে ভাড়ার তালিকা

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
শিগগিরই বাস টার্মিনালে ডিজিটাল ব্যানারে ভাড়ার তালিকা

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের মধ্যে চলাচলকারী বিভিন্ন পরিবহনের ভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। এ লক্ষ্যে শিগগিরই বিভিন্ন বাস টার্মিনালে ডিজিটাল ব্যানার বা বিল বোর্ডের মাধ্যমে বাসের ভাড়ার তালিকা প্রকাশ করা হবে।



প্রতিটি বাস টার্মিনালে ডিজিটাল ব্যানার বা বিল বোর্ডের মাধ্যমে দূরত্ব ভেদে ভাড়ার তালিকা প্রচার করা হবে বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
 
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে গোলাম দস্তগীর গাজীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য দেন।
 
মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, সরকার নির্ধারিত ভাড়া আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক এবং বিআরটিএ’র মোবাইল কোর্ট কার্যক্রম গ্রহণ করা হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এর নেতৃত্বে ঢাকা মহনগরী এলাকায় চলাচলকারী যানবাহনে ভাড়া মনিটরিং কমিটি এ বিষয়টি পর্যবেক্ষণ এবং পরীবিক্ষণ করে থাকে। এছাড়াও সরকার নির্ধারিত ভাড়া বিআরটিএ’র ওয়েবসাইটে (www.brta.gov.bd) দেওয়া আছে।
 
নুরজাহান বেগমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীর যানজটমুক্ত করতে নতুন ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী ঢাকার মহাখালী ফ্লাইওভার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন এলাকায় ১৪০ মিটার আন্ডারপাস ও ৪৪০ মিটার সার্ভিস রোড এবং ৫৮০ মিটার র‌্যাম্পসহ ৪৯০ মিটার ফ্লাইওভার নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত মোট ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে, যা ২০১৮ সালের মধ্যে শেষ হবে।
 
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

** পদ্মাসেতু নিয়ে কথা কম

** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

** অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়ার আহ্বান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।