ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চতুর্থ ডি-৮ সম্মেলনে যোগ দিতে তেহরানে শিল্পমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
চতুর্থ ডি-৮ সম্মেলনে যোগ দিতে তেহরানে শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: চতুর্থ ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার (২৫ জানুয়ারি) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।



২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য সম্মেলনে শিল্পমন্ত্রী ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে।

সূত্র জানায়, সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সংস্থার ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি সদস্য দেশগুলোর চেম্বার ও ট্রেড বডির মধ্যে যোগাযোগ বৃদ্ধির তাগিদ দিবেন শিল্পমন্ত্রী। এছাড়াও শিল্পমন্ত্রী ইরান সরকারের বিভিন্ন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক ও বিভিন্ন হাইটেক শিল্পপার্ক পরিদর্শন, শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

শিল্পমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন অতিরিক্ত সচিব ফরহাদ উদ্দিন। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ডি-৮ ভুক্ত আরও সাতটি দেশের শিল্পমন্ত্রীরা অংশ নেবেন।

২৮ জানুয়ারি তেহরান ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।