ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতা বন্ধে সৈয়দপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সহিংসতা বন্ধে সৈয়দপুরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: সহিংসতা বন্ধে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।



উদীচী সৈয়দপুর শাখা, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, খেলাঘর আসর, বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য কাজী আবুল হাসনাত, ট্রেড ইউনিয়ন নেতা আব্দুর রাজ্জাক, ওয়ার্কার্স পার্টির নেতা মাহবুব আলম, কৃষক সমিতির নুরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের শাহিন শাহ প্রমুখ।
 
এ সময় উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।