ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিজিএর অডিটরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সিজিএর অডিটরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: সিজিএ সমবায় ঋণদান সমিতি লিমিটেডের প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে অডিটর ও সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর রমনা মডেল থানায় মামলা দু’টি (মামলা নম্বর ৩৮ ও ৩৯) দায়ের করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন— অডিটর ও সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, অডিটর (অব.) ও সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম এবং সমিতির ক্যাশিয়ার আবদুল কাদের। দু’টি মামলাতেই ওই তিনজন আসামি হিসেবে রয়েছেন।

দুদক সূত্র জানায়, সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি অডিটর পদে চাকরি করেছেন।

অথচ গত ১০ বছরের বেশি সময় ধরে দায়িত্বে থাকা সত্বেও অসৎ উদ্দেশ্যে তারা ওই সমিতির কোনো অডিট করেননি। তারা সমিতির ক্যাশিয়ার আবদুল কাদেরের সঙ্গে যোগসাজসে বিভিন্ন সময়ে মোট দুই কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৭৭৯ টাকা আত্মসাৎ করেছেন।

২০১১ সালের ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সমিতির এক কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ১৪৪ টাকা আত্মসাতের অভিযোগে একটি (মামলা নম্বর ৩৮) এবং ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে সমিতির ৫৮ লাখ ৭৪ হাজার ৬৩৫ টাকা আত্মসাতের অভিযোগ আরেকটি মামলা (মামলা নম্বর ৩৯) করা হয়েছে।

দণ্ডবিধির ৪০৯/৪০৮/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দু’টি দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।