ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মিনিস্টার্স ডায়ালগে সাংবাদিকদের মুখোমুখি হবেন তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
মিনিস্টার্স ডায়ালগে সাংবাদিকদের মুখোমুখি হবেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘মিনিস্টার্স ডায়ালগ’। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজনে এ ডায়ালগে অতিথি হিসেবে থাকছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।



আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যম কেন্দ্রে বেলা ১১টায় উদ্বোধনী এ আয়োজনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যমন্ত্রী সব প্রশ্নের জবাব দেবেন।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ বিশেষ অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে নানা প্রশ্ন থাকবে বলে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।