ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পানি না খেতে পারলে মরে যাবো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
পানি না খেতে পারলে মরে যাবো

ঢাকা: ‘আপা, ভোর থেকে আমি পানি খেতে পারছি না। পানি না খেতে পারলে আমি মরে যাবো’- দায়িত্বরত ডাক্তারকে উদ্দেশ করে কাতরকণ্ঠে এ কথাগুলো বলছিলেন চলমান  অবরোধে সহিংসতার শিকার অগ্নিদগ্ধ জমির আলী।



রোববার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয়তলায় ২০১ নম্বর ওয়ার্ডে গিয়ে হৃদয়বিদারক এ দৃশ্য দেখা যায়।  

জমির আলীকে সান্ত্বনা দিয়ে ডাক্তার বলছেন, ধৈর্য ধরেন। আপনার গলার শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে সমস্যা হচ্ছে। একটু একটু করে পানি খাওয়ার চেষ্টা করেন। আপনার চেয়েও আরো সিরিয়াস রোগী আছেন।

জমির আলী চিকিৎসকের কথায় ভরসা পেলেন না। দীর্ঘশ্বাস ফেলে বললেন, সকাল থেকেই বলতেছি, কেউ শোনে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে  যাত্রীবাহী বাসে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ ২৯ জনের একজন জমির আলী।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।