ঢাকা: পূজা, অঞ্জলি প্রদান, ধর্মীয় আলোচনা ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী দেবীর পূজাচর্না।
বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ার আমবাড়ীতে সরস্বতী পূজা উপলক্ষে ৪০ ফুট উঁচু মূর্তি বানানো হয়েছে।
রোববার সকালে শুক্লা পঞ্চমী তিথিতে হংসাবাহনা দেবীর পূজার্চনা ও পুষ্পাঞ্জলি প্রদানের মধ্যদিয়ে পূজা শুরু হয়। বিকেল ৪টায় থেকে অনুষ্ঠিত হবে কবিগান।
কবিয়াল সঞ্জয় সরকার ও কান্ত সরকার এখানে কবিগান করবেন। তাদের যুক্তি-তর্ক শোনার জন্য দূর-দূরান্ত থেকে দর্শক শ্রোতা আসছেন।
এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে বাণী অর্চনার মধ্য দিয়ে দেবীর পূজা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন অস্থায়ী মণ্ডপে নৃত্য ও সংগীত আগত দর্শকদের আনন্দ দেয়।
রাবি(রাজশাহী): বিদ্যাদেবীর কৃপালাভের আশায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির এবং বিভিন্ন আবাসিক হলের মন্দিরে পূজা উদযাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পূজা উপলক্ষে সকালে বাণী অর্চনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন, আইন অনুষদের অধিকর্তা প্রফেসর বিশ্বজিৎ চন্দ, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর আনন্দ কুমার সাহা, ইতিহাস বিভাগের প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে প্রমুখ।
কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, শহীদ শামসুজ্জোহা হল, শহীদ হবিবুর রহমান হল, মন্নুজান হল, রোকেয়া হল এবং তাপসী রাবেয়া হলেও যথাযোগ্য মর্যাদায় বাণী অর্চনা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) পূজা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী স্বরসতী পূজা উদযাপিত হয়েছে।
পূজা উদযাপন কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাঠাল তলায় এ পূজার আয়োজন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ, কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কুণ্ডগোপী দাস। মুখ্য আলোচক ছিলেন স্বামী ভবানীশান্দজী মহারাজ।
আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা শুভব্রত সাহা।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন- পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক দাস,কুবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম, ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ প্রমুখ।
হাবিপ্রবি(দিনাজপুর): হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজা উপলক্ষে বর্ণাঢ্য সাজে ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের গেট ও ক্যাম্পাসের রাস্তায় আলপনার আঁকা হয়েছে।
হাবিপ্রবির শেখ রাসেল হল মাঠ প্রাঙ্গণে তৈরি করা হয়েছে প্যান্ডেল। বিদ্যার দেবীর আরাধনায় হিন্দু ধর্মালম্বীদের মিলন মেলায় পরিণত হয় এ মাঠ।
ঝালকাঠি: ঝালকাঠিতে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার্থীদের প্রাণের উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি ঐতিহ্যবাহী সরকারি মহিলা কলেজে পূজা অনুষ্ঠিত হয়। সু-শিক্ষার লাভে বর পাওয়ার আশায় কলেজের শতশত ছাত্রীরা বিদ্যার দেবী সরস্বতীকে ফুল-জল আর নৈবেদ্যে সাজিয়ে দেবী বন্দনায় অংশ নেয়।
একই সময় শহরের বালিকা ও বালক বিদ্যালয়সহ দশটি প্রতিষ্ঠানে পূজার্চনা অনুষ্ঠিত হয়। জেলায় দুইশতাধিক স্কুল-কলেজে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোক সজ্জা ও প্রসাদ বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও আশ্রমে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে সনাতন ধর্মে বিশ্বাসীরা বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীকে বরণ ও মায়ের পূজায় পুষ্পাঞ্জলির নেওয়ার জন্য পূজা অনুষ্ঠানে যেতে দেখা গেছে।
উপজেলার গোপাল জিউর আশ্রম, গৌর-নিতাই আশ্রম, রাধা কৃষ্ণ মন্দির, রামগতি বিবিকে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়, রামগতি আহমদিয়া কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ পূজার আয়োজন করা হয়।
মাদারীপুর: ঢাক-ঢোল শঙ্খ আর উলুধ্বনির উচ্ছ্বাসে মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথির শুভলগ্নে মাদারীপুরের ৩ শতাধিক মণ্ডপে বিদ্যাদেবী শ্রী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে বিভিন্ন মণ্ডপে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে নানা আনুষ্ঠানিকতায় তিন দিনব্যাপী পূজা শুরু হয়।
সরস্বতী পূজা উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা ও সাজানো হয়েছে। সারাদেশের মধ্যে মাদারীপুর জেলায় শীর্ষ স্থানীয় ভাবে এ পূজা উপদযাপন করা হয়।
মাদারীপুর জেলা সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি মহাদেব বর্মন বাংলানিউজকে জানান, শনিবার সকালে তিন শতাধিক মণ্ডপে প্রতিমা স্থাপন করা হয়। জ্ঞানের ভাণ্ডার সরস্বতী মাকে অঞ্জলি দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে। এর মধ্যে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি সুফিয়া মহিলা কলেজ, অনুভব বহুমুখী সমিতিসহ নানা সংগঠন ও ব্যক্তি পর্যায়ে পূজা হয়েছে।
সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠানসহ ধর্মীয় রীতি-নীতি অনুসারে পূজার্চনা করা হয়। জেলার সদর উপজেলার ৯২টি, রাজৈর ১০১টি, শিবচর ৪৮টি ও কালকিনি উপজেলায় ৪০টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর: দেবী আরাধনা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুরে উদযাপন করা হয়েছে বিদ্যাদেবী সরস্বতী পূজা।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হয়।
এ সময় সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র ওঝা, শাশ্বত নিপ্পনসহ বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা পূজা অর্চনায় অংশ নেন।
পঞ্চগড়: শ্রদ্ধা-ভক্তি আর নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা।
পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে সরস্বতী পূজার আয়োজন করে শিক্ষার্থীরা।
অজ্ঞতার অন্ধকার দূর করতে সকালে কল্যাণময়ী দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, পূজা, প্রসাদ বিতরণ, আপ্যায়ণ, ধর্মীয় আলোচনার মাধ্যমে পূজা উদযাপন করা হয়।
পূজা উৎসবের শুভ উদ্বোধন করেন কলেজের সহকারি অধ্যাপক মো. মোশারফ হোসেন।
এ সময় কলেজের শিক্ষার্থী জয়দেব রায়, হৈমন্তি সেন হিমা, তৃষ্ণা বনিক, ঋতুপর্ণা রায়, কার্তিক চন্দ্র রায় প্রমুখ আলোচনায় অংশ নেন।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা আরতীর পর প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক শিক্ষার্থীরা।
পূজা উদযাপন অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী পূজায় অংশ নেন।
এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান এবং বসতবাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫