ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আক্রান্ত হলে গুলি করবে বিজিবি, রংপুরে ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
আক্রান্ত হলে গুলি করবে বিজিবি, রংপুরে ডিজি আজিজ আহমদ

রংপুর: বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনালের আজিজ আহমদ বলেছেন, আমার সৈনিকরা আক্রান্ত হলে অবশ্যই গুলি করবে। কারণ তাদের কাছে অস্ত্র ছাড়া আর কিছুই নেই।

তাই তারা যখন আক্রান্ত হবে-তা সীমান্তে হোক বা অন্য কোথাও হোক-তখন অস্ত্র ব্যবহার করবে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুরে বিজিবির আঞ্চলিক সদরদফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, সরকার আমাদের জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব দিয়েছে। তাই সন্ত্রাসীরা যদি নিরীহ জনগণের ওপর আক্রমণ করে, তাদের হত্যা করার চেষ্টা করে, তবে সন্ত্রাসীরা সে সময় আমাদের সৈনিকদের সামনে  পড়লে অবশ্যই তাদের নিবৃত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেভাবেই নির্দেশনা দেওয়া আছে।

আজিজ আহমদ বলেন, মানবাধিকার লঙ্ঘন করে কোনো কাজ বিজিবি করে না। বেঁচে থাকার অধিকার আমাদের সকলের। জনগণের জীবন বাঁচাতে যে কোনো সন্ত্রাসীকে নিবৃত করে জনগণকে রক্ষা করা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে। এ কর্তব্য পালনে গুলি করতে হলে সেটাও করতে হবে।

তিনি বলেন, বিজিবি অবৈধ কোনো কাজ আগেও করেনি, ভবিষ্যতে করবেও না।

এর আগে, বিজিবি মহাপরিচালক রংপুর আঞ্চলিক সদরদফতরে এসে পৌঁছুলে তাকে সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

এসময় তিনি বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের সদরদফতরের নবনির্মিত ভবনগুলোর উদ্বোধন করেন। ভবন উদ্বোধনের পর গাছের চারা রোপণ করেন তিনি। পরে আজিজ আহমদ নবনির্মিত ভবনগুলো ঘুরে দেখেন।

এরপর বিজিবি মহাপরিচালক তিস্তা বাঁধের নিকটবর্তী দু’টি ব্যাটালিয়ন স্থাপনের প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।