রংপুর: রংপুর জেলা স্কুল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) মহানগরীর কোতয়ালী থানা পুলিশ এ পেট্রোল বোমা দু’টি উদ্ধার করে।
রংপুর জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেলে জেলা স্কুল মাঠে শিশুরা পেট্রোল বোমা দু’টি দেখে স্কুলের নিরাপত্তা প্রহরীদের খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পেট্রোল বোমা দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাশকতা সৃষ্টির উদ্দেশে আনা হলেও পুলিশের তৎপরতার কারণে সেগুলো দুর্বৃত্তরা সেখানে ফেলে রেখে যায় বলে মনে করেন শরিফুল।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫