ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ২ পেট্রোল বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
রংপুরে ২ পেট্রোল বোমা উদ্ধার ফাইল ফটো

রংপুর: রংপুর জেলা স্কুল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) মহানগরীর কোতয়ালী থানা পুলিশ এ পেট্রোল বোমা দু’টি উদ্ধার করে।



রংপুর জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেলে জেলা স্কুল মাঠে শিশুরা পেট্রোল বোমা দু’টি দেখে স্কুলের নিরাপত্তা প্রহরীদের খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পেট্রোল বোমা দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাশকতা সৃষ্টির উদ্দেশে আনা হলেও পুলিশের তৎপরতার কারণে সেগুলো দুর্বৃত্তরা সেখানে ফেলে রেখে যায় বলে মনে করেন শরিফুল।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।