ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্যে আমদানির সাত গুণ রফতানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
যুক্তরাজ্যে আমদানির সাত গুণ রফতানি

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই জানিয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ আমদানি করে ৪০ কোটি ডলার। আর এর বিপরীতে রফতানি করেছে ২৯১ কোটি ডলারের পণ্য।

অর্থাৎ অর্থবছরটিতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ যে পরিমাণ আমদানি করেছে, রফতানি করেছে তার ৭ গুণেরও বেশি।
 
রোববার (২৫ জানুয়ারি) এফবিসিসিআইয়ের সম্মেলনে কক্ষে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের (ডব্লিউবিসিসি) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।

আলোচনা সভাটির আয়োজন করে এফবিসিসিআই।
 
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আলোচনা সভায় উপস্থাপন করা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক অবস্থানের তথ্য অনুযায়ী, ১৯৯০-৯১ অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল ১২ কোটি ৮১ লাখ ডলার। এর বিপরীতে অর্থবছরটিতে বাংলাদেশ যুক্তরাজ্যে রফতানি করে ১৩ কোটি ৬৯ লাখ ডলার। সে সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আমদানি ও রফতানির ব্যবধান ছিল ৮৭ লাখ ডলার।
 
এরপর ক্রমেই যুক্তরাজ্য থেকে বাংলাদেশের আমদানির তুলনায় রফতানি বেড়েছে। ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আমদানি-রফতানির ব্যবধান দাঁড়ায় ২৫১ কোটি ৩৩ লাখ ডলার।

আগের অর্থবছরে (২০১২-১৩) এ ব্যবধান ছিল ২৫০ কোটি ২৬ লাখ ডলার। ওই অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল ২৬ কোটি ২৩ লাখ ডলার। এর বিপরীতে রফতানির পরিমাণ ছিল ২৭৬ কোটি ৪৯ ডলার।
 
এফবিসিসিআইর দেওয়া তথ্যে ১৯৯০ সাল থেকে ২৪টি অর্থবছরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের আমদানি-রফতানির তথ্য তুলে ধরা হয়। প্রতিটি অর্থবছরের তথ্যেই দেখা গেছে, যুক্তরাজ্য থেকে বাংলাদেশ যে পরিমাণ আমদানি করেছে রফতানি করেছে তার থেকে বেশি।
 
বাংলাদেশ এ রফতানি বৃদ্ধির পেছনে সব থেকে বড় ভূমিকা রেখেছে পোশাক খাত। বাংলাদেশ ইউকে থেকে যে পরিমাণ রফতানি আয় করেছে, তার ৯০ শতাংশের ওপরে এসেছে পোশাক খাত থেকে।

এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় ডব্লিউবিসিসির প্রতিনিধি দলে ছিলেন, ডব্লিউবিসিসির চেয়ারম্যান দিলাবোর হোসেন, লি-রাজ’র পরিচালক আফজাল খান, ডব্লিউবিসিসির বোর্ড মেম্বার আব্দুল খাহিম, আব্দুল কাদির জিলানী, কেভিন ব্রেন্নান, মাইক হায়েন্দা প্রমুখ।

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, পরিচালক হারুন উর রশিদসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
 
আলোচনা সভায় কাজী আকরাম ডব্লিউবিসিসির প্রতিনিধিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার। অনেক ব্রিটিশ কোম্পানি বাংলাদেশের টেক্সটাইল, গ্যাস, প্রকৌশলী, রঙ শিল্পে বিনিয়োগ করেছে। বাংলাদেশ সরকার সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে বিনিয়োগ পরিবেশ স্থিতিশীল করতে কাজ করছে।
 
ডব্লিউবিসিসির চেয়ারম্যান দিলাবোর হোসেন বলেন, আমরা এসেছি বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে। আশা করি, এর মাধ্যমে আমরা একে অন্যের সম্পর্কে জানার সুযোগ পাবো।
 
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

** বন্ধুর রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।