সিরাজগঞ্জ: সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঐতিহ্যবাহী দই মেলার আয়োজন করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী এ মেলায় দই, খই, চিড়া, মুড়ি, মুড়কি, বাতাসা, কদমা বেচাকেনা হয়েছে।
মেলায় বিক্রি হওয়া দইয়ের মধ্যে রয়েছে- ক্ষীরসা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরী দই।
সকাল থেকেই সিরাজগঞ্জ সদরসহ তাড়াশের আশপাশের উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এ মেলায় আসতে থাকেন।
প্রায় দু’শ বছরের ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে তাড়াশ উপজেলায় সরস্বতী পূজার আনন্দ অনেকটা বেড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫