ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি ড. সেলিমের জানাজা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সাবেক এমপি ড. সেলিমের জানাজা অনুষ্ঠিত

ঢাকা: জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর জ্যেষ্ঠ পুত্র ও আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সেলিমের জানাজা অনুষ্ঠিত।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


 
জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ।
 
এছাড়াও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষে সংসদ সদস্য মো. নুরুল ইসলাম ওমর পুষ্পস্তবক অর্পণ করেন। ১৪ দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
 
রাষ্ট্রপতির পক্ষে সহকারী সামরিক সচিব মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
ড. মোহাম্মদ সেলিম গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি)  লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বড় ভাই।

ড. মোহাম্মদ সেলিম ১৯৯৬ সালের উপ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহ‍াম্মদ এরশাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, হুইপ ইকবালুর রহিম, হুইপ শাহাবুদ্দিন, হুইপ আতিউর রহমান আতিক, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, আবুল হাসনাত আব্দুল্লাহ, শামসুল হক টুকু, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফসহ মন্ত্রী সভার সদস্য ও সংসদ-সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ড. মোহাম্মদ সেলিমের জানাজায় উপস্থিত ছিলেন।
 
এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অসংখ্য গুণগ্রাহী জানাজায় অংশ নেয়। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ১০‌৫

** সাবেক এমপি মোহাম্মদ সেলিম আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।