ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
লালমনিরহাটে ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: টানা অবরোধ আর ঘনঘন হরতাল তুলে নেওয়ার দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-চালক কল্যাণ ফাউন্ডেশন।
 
রোববার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে সমাবেশ করেন ইজিবাইক শ্রমিক ও  মালিকরা।



বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ আর ঘনঘন ডাকা হরতালের কারণে তাদের উপার্জন কমে গেছে। পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামলে অবরোধকারীদের সহিংসতার শিকার হতে হচ্ছে যাত্রীসহ চালকদের।

‘অবৈধ্য অবরোধ আর হরতাল মানি না-মানব না, কাজ দে ভাত দে, নইলে হরতাল থেমে দে’-এ স্লোগান নিয়ে শহরের মিশন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা।

লালমনিরহাট ইজিবাইক মালিক-চালক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ইজিবাইক মালিক-চালক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জোবায়দুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্বাস আলী, রেজাউল করিম প্রমুখ।

খেটে খাওয়া সাধারণ শ্রমিকদের পেটে লাথি মারা অবরোধ আর হরতালের মত সহিংসতার রাজনৈতিক কর্মসূচি বন্ধ করার আহ্বান জানান শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।