মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় কুমিল্লাগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় চার দুর্বৃত্তকে আটক করছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বাউশিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছেন- রায়হান (১৮), রাজিব নিহাল (১৯), আদনান খান (১৭) ও হাবিব মিয়া (২০)। বর্তমানে তাদের গজারিয়া থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) এমদাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যান কুমিল্লা যাচ্ছিল। পথে গজারিয়া উপজেলার বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় শনিবার দিনগত রাত ১২টার দিকে কাভার্ডভ্যানের গতিরোধ করে তাতে আগুন ধরিয়ে দেয় ১০-১২ জনের দুর্বৃত্ত চক্র।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫