মৌলভীবাজার: মৌলভীবাজারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। এঘটনায় একজন আহত হয়েছেন।
রোববার (২৫ জানুযারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নিতেশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের তাৎক্ষণিক নাম ও পরিচয় পাওয়া যায়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আব্দুছ সালেক বাংলানিউজকে জানান, মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস নিতেশর এলাকায় এলে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় প্রাইভেটকারের আরেক যাত্রী গুরতর আহত হন।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
** চান্দিনায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫