খুলনা: জনগণ সঙ্গে থাকলে অল্প দিনেই নাশকতাকারীদের বিরুদ্ধে জয়ী হবো বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক(ডিজি) বেনজির আহমেদ।
রোববার (২৫ জানুয়ারি) বেলা ৩ টায় নগরীর লবণচরা র্যাব-৬ এর সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে রোববার তিনি খুলনা আসেন।
তিনি বলেন, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশে অশান্তি সৃষ্টি করছে, শিশু-নারীসহ সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। যারা সাধারণ মানুষের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আমরা চাই দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করুক। আমরা মানুষকে শান্তি দিতে চাই। এরইমধ্যে দেশের অনেক স্থানে অরাজকতা থেমে গেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরস্কার মূল লক্ষ্য নয়, জনগণ রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং নৈতিক দায়িত্ব থেকে দেশের শান্তি প্রিয় মানুষ আমাদের সহযোগিতা করবে।
কোনো র্যাব সদস্য যদি অপরাধে জড়িত থাকে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আমরা ‘জিরো টলারেন্স’ অবস্থান করবো। যারা গাড়ি জ্বালিয়ে, মানুষকে পুড়িয়ে দগ্ধ করছে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবো।
এসময় খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার অশোক কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মো. গোলাম মোস্তফা, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা জেলা রেঞ্জ ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাব-৬ এর কমান্ডিং অফিসার লে.কর্নেল এনামুল আরিফ সুমনসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫