জাতীয় সংসদ ভবন থেকে: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর যানজট নিরসনে সরকার নানাবিধ কাজ করে যাচ্ছে। এরমধ্যে মেট্রোরেল প্রকল্প অন্যতম।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নুরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। মেট্রোল রেলের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিলো ২০২৪ সালে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি। এর মধ্যে ১৬ হাজার কোটি টাকার যোদান দেবে বিদেশি সংস্থা জাইকা। কাজের অগ্রগতি দেখে তারা নির্মাণ কাজ শেষ হওয়ার সময় ৫ বছর এগিয়ে এনেছে। আগামী ২০১৯ সালেই রাজধানীবাসী মেট্রোরেল দিয়ে চলাচল করতে পারবেন।
তিনি বলেন, এ বছরই ৮টি টেন্ডার হবে। ২০১৬ সালের একেবারে প্রথম দিকেই এ প্রকল্পের কাজ শুরু হবে। এছাড়া ২০১৬, ২০১৭, ২০১৮ সালে এ প্রকল্পের কাজ পুরোপুরিভাবে চলবে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫