ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

২০১৯ সালেই মেট্রোরেল দিয়ে চলাচল!

বাংলানিজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
২০১৯ সালেই মেট্রোরেল দিয়ে চলাচল!

জাতীয় সংসদ ভবন থেকে: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর যানজট নিরসনে সরকার নানাবিধ কাজ করে যাচ্ছে। এরমধ্যে মেট্রোরেল প্রকল্প অন্যতম।

মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিলো ২০২৪ সালে। তবে আমাদের কাজের অগ্রগতি দেখে নির্মাণকারী প্রতিষ্ঠান প্রকল্পের কাজ শেষ হওয়ার সময় ৫ বছর এগিয়ে এনেছে। তাই আগামী ২০১৯ সালে রাজধানীবাসী মেট্রোরেল দিয়ে চলাচল করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
 
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নুরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, ইতোমধ্যে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। মেট্রোল রেলের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিলো ২০২৪ সালে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি। এর মধ্যে ১৬ হাজার কোটি টাকার যোদান দেবে বিদেশি সংস্থা জাইকা। কাজের অগ্রগতি দেখে তারা নির্মাণ কাজ শেষ হওয়ার সময় ৫ বছর এগিয়ে এনেছে। আগামী ২০১৯ সালেই রাজধানীবাসী মেট্রোরেল দিয়ে চলাচল করতে পারবেন।
 
তিনি বলেন, এ বছরই ৮টি টেন্ডার হবে। ২০১৬ সালের একেবারে প্রথম দিকেই এ প্রকল্পের কাজ শুরু হবে। এছাড়া ২০১৬, ২০১৭, ২০১৮ সালে এ প্রকল্পের কাজ পুরোপুরিভাবে চলবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।