ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে ১২ কেজি গাজা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
বিমানবন্দরে ১২ কেজি গাজা উদ্ধার ছবি: ফাইল ফটো

ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি গাজা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বিমানবন্দরের বহির্গমন হলে সন্দেহজনকভাবে একটি ভারি লাগেজ পড়ে থাকতে দেখে তা পরীক্ষা করে গাজা উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।



বিমানবন্দর কাস্টমস এর যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাচারের উদ্দেশ্যে গাজার এ চালান বিমানবন্দরে নিয়ে আসা হয়েছিল বলে তিনি জানান। উদ্ধারকৃত গাজার আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

গাজা উদ্ধারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

** কম্পিউটারের হার্ডডিস্ক থেকে দুই কেজি স্বর্ণ উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।