ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

তালায় উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
তালায় উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা (সাতক্ষীরা): যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার তালা উপজেলায় বিদ্যারদেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় কুমিরা মহিলা ডিগ্রি কলেজে এ পূজার আয়োজন করা হয়।



পূজা উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, কলেজ গভর্নিং বডির সদস্য বিশ্বজিৎ সাধু, বিদ্যোৎসাহী সদস্য নারায়ন মজুমদার, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অধ্যক্ষ মিসেস লুৎফুন আরা জামান লাভলী, সহকারী অধ্যাপক স্বরজিৎ কুমার ঘোষ, ড. জয়দেব কুমার সাহা, ড. বিধান ঘোষ, প্রশান্ত রায়, অরুন বিশ্বাস, অভিজিৎ মিত্র, সমরেশ সোম, পূজা উদযাপন কমিটির সভাপতি সমাপ্তি দাশ ও সাধারণ সম্পাদক চুমকি মণ্ডল প্রমুখ।

এদিকে, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, জেসিএস মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ মহাবিদ্যালয়সহ ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা, খলিষখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে মনোরম সাজসজ্জার আয়োজন করা হয়।

দেবী সরস্বতীর আশীর্বাদ পেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে পূজার আয়োজনের সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীদের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ। ঢাক-ঢোল ও শঙ্খ বাদনের মধ্য দিয়ে পূজা শুরু ও অঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় শ্রী শ্রী সরস্বতী পূজা।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।