ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সাংবাদিক কিরণ সাহার স্মরণসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
যশোরে সাংবাদিক কিরণ সাহার স্মরণসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সাবেক সভাপতি ও যুগান্তর যশোর ব্যুরো প্রধান প্রয়াত কিরণ সাহার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উদীচী যশোরের সত্যেন মঞ্চে যুগান্তর স্বজন সমাবেশ ও উদীচীর উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বজন সভাপতি মাহবুবুর রহমান মজনু’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তারা বলেন, সাংবাদিক কিরণ সাহা ছিলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত। তিনি কর্মের মাধ্যমে আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। তার নীতি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। ’

স্মরণসভায় উপস্থিত ছিলেন- প্রবীণ রাজনীতিক কাজী আব্দুস শহীদ লাল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দৌলা, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) যুগ্ম মহাসচিব ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, অধ্যাপক সন্তোষ হালদার, জেলা সিপিবির সাবেক সভাপতি ইলাহদাদ খান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গণি খান রিমন, প্রয়াত কিরণ সাহার সহধর্মিনী আরতি সাহা, মেয়ে স্বর্ণ কিরণ সাহা, উদীচী যশোর শাখার সভাপতি ডিএম শাহিদুজ্জামান, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মির্জা শামসুল আলম, যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়, উচ্চারণ সরকারি এমএম কলেজের সভাপতি জহির ইকবাল নান্নু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব।
                        
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।