জাতীয় সংসদ ভবন থেকে: সদ্য পুত্র হারানো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে জাসদের কার্যকরী সদস্য মাইনুদ্দিন খান বাদল বলেছেন, বুঝতে চেষ্টা করুন ব্যথা কাকে বলে! আমি লোক দেখানো ব্যথিত হতে চাই না। আগুনে পুড়ে এ যাবতকালে যারা মারা গেছেন, তারা কোনো না কোনো মায়ের সন্তান।
রোববার (২৫ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন জাসদ নেতা বাদল।
মাইনুদ্দিন খান বাদল বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে একটা বেদনাবিধুর ঘটনা নিয়ে যেন রাজনীতি করা না হয়। আমি তাদের বলবো লাশ নিয়ে, কবর দেওয়া নেয়ে যেন রাজনীতি না করা হয়।
জাসদের এই নেতা সংলাপের প্রসঙ্গ তুলে বলেন, আজ (রোববার) একটি পত্রিকায় দেখেছি যিনি সংলাপ নিয়ে বেশি আগ্রহী সেই ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেছেন সংলাপে লাথি মারি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫