ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

অষ্টপ্রহরের মধ্যদিয়ে শেষ হলো সরস্বতী পূজা

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
অষ্টপ্রহরের মধ্যদিয়ে শেষ হলো সরস্বতী পূজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: অষ্টপ্রহরের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সারাদেশের মতো এবারও সাভারের আশুলিয়া ও ধামরাইয়ের লক্ষ্মীমন্দিরগুলোতে একযোগে পালিত হয়।



রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে স্থানীয় কয়েকটি মন্দির ঘুরে দেখা যায় সরস্বতী প‍ূজার চিত্র।

কন্ডা মাঝিবাড়ি লক্ষ্মী মন্দিরের সভাপতি রামভোজন রাজবংশী বলেন, আমাদের ধর্মীয় উৎসবের মধ্যে সরস্বতী পূজা অন্যতম। পূজার আয়োজন করতে আমাদের প্রচুর ব্যয় হয়। কিন্তু এ প‍ূজায় সরকারের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যায় না।

পুষ্প‍াঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বিশেষ কীর্তনের মধ্য দিয়ে সরস্বতী পূজার সমাপ্তি টানা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।