ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর: যশোরে ট্রাকের চাপায় মোশারফ হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত মোশারফ সদর উপজেলার মিরাপুর গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে ও দোগাছিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন বাংলানিউজকে জানান, দুপুরে মোশারফ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাঠি বাজার এলাকায় এলে একটি ট্রাক সামনে থেকে তাকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোশারফ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।