ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ১৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
লক্ষ্মীপুরে ১৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি বাঁধা জল জব্দ করেছে কোস্টগার্ড।

পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাহেবেরহাট ইউনিয়নের কটরিয়া মাছঘাট এলাকায় জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেঘনা নদীর মতিরহাট, লুধূয়া ও চরকটরিয়া এলাকায় অভিযান চালিয়ে কারেন্ট জাল ও বাঁধা জাল জব্দ করে।

কমলনগর কোস্টগার্ড কন্টিজেন্ট কামান্ডার সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মেঘনা নদীতে কারেন্টজাল দিয়ে জাটকা ও বাঁধা জল দিয়ে ইলিশের পোনা নিধনের খবর পেয়ে নদীতে অভিযান চালানো হয়। তবে এসময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন বাংলানিউজকে বলেন, অবৈধ জালের ব্যবহার রোধ ও ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।