ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

জিয়ার সঙ্গে মুক্তিযুদ্ধ করেছি

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
জিয়ার সঙ্গে মুক্তিযুদ্ধ করেছি

জাতীয় সংসদ ভবন থেকে: আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক প্রকাশ করে সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, আমি শোক প্রকাশ করছি, আমার একটা দায়িত্ব আছে। আমি আর জিয়াউর রহমান একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি।



রোববার (২৫ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী।

মন্ত্রীর বক্তব্যের পর সংসদ সদস্যরা অনেকেই নীরব হয়ে তাকিয়ে থাকেন মন্ত্রীর দিকে।
 
সৈয়দ মহসিন আলী আগোছালো বক্তব্যের এক পর্যায়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জান‍াতে অধিবেশন কক্ষে উপস্থিত সবাইকে উঠে দাঁড়াতে বলেন। বার বার তার এই আহ্বানে সবাই দাঁড়িয়ে সম্মান প্রকাশ করেন।
 
এ সময় তিনি সহিংসতায় নিহতদের সহায়তার কথা উল্লেখ করে বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আহত ২০ জনকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া আমার নিজের পক্ষ থেকেও ৫ হাজার টাকা দিয়েছি।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।