ঢাকা: উৎসব ও আনন্দমুখর পরিবেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পুলিশের মহাপরিদর্শক আলাদা বাণী দিয়েছেন। জাতীয় দৈনিক পত্রিকাগুলো এ উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি জঙ্গিবাদ নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে।
দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ বাহিনীর সদস্যরা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করছে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বেড়েছে এবং বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বলেও মন্তব্য করেছেন তার বাণীতে।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা দিতে বাংলাদেশ পুলিশ মুখ্য ভূমিকা পালন করছে। সরকার পুলিশের আধুনিকায়ন এবং সামর্থ্য বাড়াতে নানা রকম উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার সুফল এরই মধ্যে দেশের জনগণ পেতে শুরু করেছে।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ পুলিশের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও পুলিশের সাফল্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা বাংলাদেশকে বিশ্বে অনন্য মর্যাদার আসনে বসিয়েছে।
পুলিশ সপ্তাহ উপলক্ষে গত বছরের প্রশংসনীয় কাজের জন্য ৮৬ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ এ চার ধরনের পদক দেওয়া হবে। পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ সপ্তাহের অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রথম দিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সম্মেলন, দ্বিতীয় দিন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইজিপির সম্মেলন এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা।
এছাড়া শেষদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ, আইজি’স ব্যাজ, শীল্ড প্যারেড, অস্ত্র/মাদক উদ্ধার ইত্যাদি পুরস্কার বিতরণ করা হবে। শীল্ড প্যারেড পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫