গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকসহ রশিদুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিমুলতাইড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রশিদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা, ১৩ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১৬ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়।
রশিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫