ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে গণপিটুনিতে যুবক নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ঈশ্বরদীতে গণপিটুনিতে যুবক নিহত প্রতীকী

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে মজিবর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।



নিহত মজিবর রহমান জেলার সুজানগর উপজেলার রায়পুর খেপুপাড়ার মৃত খবির উদ্দিনের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বাংলানিউজকে জানান, ঈশ্বরদী উপজেলার জয়নগর পাঠশালা মোড়ের বাসিন্দা মন্টু বিশ্বাসের প্রায় দেড় লাখ টাকার একটি গরু রয়েছে। রোববার রাত ১টার দিকে পাঁচ/সাতজনের একদল চোর তার বাড়িতে গরুটি চুরি করতে যায়। টের পেয়ে মন্টু ও তার বাড়ির লোকজন চিৎকার করলে আশাপাশের লোকজন ছুটে এসে চোরের দলকে ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মজিবর রহমানকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মজিবরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।