ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে থালা হাতে শ্রমজীবী মানুষের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
যশোরে থালা হাতে শ্রমজীবী মানুষের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে থালা হাতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমজীবী মানুষ।

হরতাল-অবরোধ প্রত্যাহার ও সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনকারীদের আটক করে বিচারের আওতায় আনার দাবিতে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে শহরের মণিহার চত্বরে এ কর্মসূচি পালিত হয়।



বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে সারাদেশে টানা ২১ দিন ধরে চলছে অবরোধ। এর মধ্যে কয়েক দফায় হরতালও পালিত হয়েছে।

এতে সারাদেশের মতো যশোরে খেটে খাওয়া মানুষের দৈনিন্দন কাজ বন্ধ হয়ে গেছে। ফলে অর্থাভাবে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেক শ্রমিক-দিনমজুর পরিবারের সদস্যরা তিন বেলা ভাত পাচ্ছেন না। আবার তিন বেলা দু’মুঠো খাবার জোটাতে অনেকেই দেনার দায়ে জড়িয়ে পড়েছেন। শ্রমজীবী মানুষের ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থা থেকে মুক্তির দাবিতে শ্রমজীবীরা খালি থালা হাতে এ কর্মসূচি পালন করেন।

এসময় বক্তব্য রাখেন- জেলা সনাতন ধর্ম সংঘের সভাপতি শ্রী ভূষণ ঘোষ, পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত, পরিবহন শ্রমিকলীগের সভাপতি গোলাম মোস্তফা, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান মনি, পুরাতন বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুজ্জামান পলাশ, পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক সেলিম রেজা মিঠু, ব্যবসায়ী নেতা মুজিবর রহমান, নাসির উদ্দিন, শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টগর প্রমুখ।

অবস্থান কর্মসূচি পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হারুনার রশিদ ফুলু।

মানববন্ধনকালে বক্তারা বলেন, অবরোধকারীরা গাড়ি ভাঙচুর, বোমা ও পেট্রোল বোমা হামলা চালাচ্ছে। ফলে অনেককে জীবন দিতে হয়েছে। আবার পঙ্গুত্ব বরণ করেছে অনেকে। টানা অবরোধে কাজ করতে না পেরে বেকার হয়ে পড়েছে অসংখ্য শ্রমিক।

অবরোধকারীদের প্রতি অবিলম্বে নাশকতা বন্ধের আহ্বান জানান তারা। এছাড়া যারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তাদের খাবারের ব্যবস্থা করারও দাবি জানানো হয় এসময়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।