ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গার্মেন্টস কর্মীদের প্রতি দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান স্পিকারের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
গার্মেন্টস কর্মীদের প্রতি দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান স্পিকারের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: তৈরি পোশাক শিল্পের কর্মীদের প্রতি দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালায় ‘মেড ইন বাংলাদেশ ডান্স থিয়েটার’ অনুষ্ঠান শেষে এ আহ্বান জানান তিনি।

এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।
 
স্পিকার বলেন, মেড ইন বাংলাদেশ আমাদের সবচেয়ে গর্বের বিষয়। আমাদের দেশের শতকরা ৮০ ভাগ নারী গার্মেন্টস শিল্পে কাজ করে। এটি আমাদের গর্ব, কেননা তাদের মাধ্যমে জাতীয় অর্থনীতি এতো সমৃদ্ধ।

শিরীন শারমিন চৌধুরী বলেন, গত ২০১৩-২০১৪ অর্থ বছরে বাংলাদেশ ২৪ দশমিক ৫ বিলিয়ন ইউএস ডলার রপ্তানী আয় করতে পেরেছে এই সেক্টর থেকে। এটি জাতীয় অর্থনীতির জন্য একটি ইতিবাচক বিষয়। কিন্তু যারা তাদের শ্রম দিয়ে, ঘাম দিয়ে, এই শিল্পটাকে গড়ে তুলেছে এবং অবদান রাখছে তাদের প্রতি দায়িত্ব পালনে আমাদের সকলকে অবশ্যই সচেতন হতে হবে। তারা যাতে একটা সুন্দর পরিবেশে সকল অধিকার সমুন্নত রেখে আরো বেশি অবদান রাখতে পারে সেই বিষয়টির প্রতি সচেতন থাকতে হবে।

স্পিকার বলেন, সরকার এবং যারা প্রাইভেট সেক্টরে যুক্ত রয়েছেন তারাও নিশ্চয় সচেতন। তবে আমরা আশা করি যেহেতু এই শিল্পের প্রসার অনেক বেশি বিস্তৃত হচ্ছে, সে কারণে এই ক্ষেত্রগুলো আরো কমপ্লায়েন্স করে পরিচালনা করতে আমরা সক্ষম হবো।

সন্ধ্যায় এই আয়োজনের প্রশংসা করেন স্পিকার।
 
দেশের তৈরি পোশাক শিল্প নিয়ে ‘মেড ইন বাংলাদেশ ডান্স থিয়েটার অনুষ্ঠানটির আয়োজনে অর্থায়ন করেছে জার্মান কালচারাল ফাউন্ডেশন। ড্যান্স ডিরেক্টর হেলেন ওয়াল্ডমান (Helena Waldmann) - এ অনুষ্ঠান প্রযোজনা করেন।

থিয়েটার অনুষ্ঠানটিতে নাজমা আখতারের নেতৃত্বে নাচে অংশ নেন ১৩ জন শিল্পী।

দেশে গার্মেন্টস শিল্পের শ্রমিকদের শ্রম, বঞ্চনাসহ রানা প্লাজার দুর্ঘটনা স্থান পায়। এই শিল্পের উন্নত পরিবেশের প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলা হয় এ অনুষ্ঠানে।

বাংলাদেশ সময় : ২৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।