ঢাকা: ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিনদিন জোরালো হচ্ছে। যা খণ্ডন করার সাধ্য কারো নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের সার্বিক অবদান কোনোদিনই ভুলবার নয়।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ বলেন, ভারত ও বাংলাদেশ অতি নিকটতম প্রতিবেশী। তাই ভারত চায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক। এছাড়া যুগ যুগ ধরে দুই দেশে শিক্ষা-সংস্কৃতিও অভিন্ন রয়েছে।
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেডিসন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ সিকদার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতা, শিল্পী ও কলাকুশলীরা।
বিশাখাপত্তম থেকে আসা বিশেষ নেভাল ব্যান্ডদল তাদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে। পরিবেশিত হয় ভারত থেকে আগত নৃত্যদলের কথক।
এর আগে সোমবার সকালে রাজধানীর বারিধারা প্লট নং ২এ, জাতিসংঘ রোডের নিউ চ্যান্সেরি কমপ্লেক্সে সকাল ৯টায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করেন হাই কমিশনার পঙ্কজ শরণ। নিউ চ্যান্সেরি কমপ্লেক্সে অনুষ্ঠানে পাঁচশোরও বেশি ভারতীয় নাগরিক অংশ নেন।
এ সময় উপস্থিত সবাই জাতীয় সঙ্গীতে অংশ নেন। শিশু-কিশোররা নাচ-গানসহ মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশন করে। হাই কমিশনার পঙ্কজ শরণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জাতির উদ্দেশ্যে দেওয়া বাণী পাঠ করে শোনান।
বাংলাদেশে সময়: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫