ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে অস্ত্র ও গুলিসহ আটক পানচাষী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বরিশালে অস্ত্র ও গুলিসহ আটক পানচাষী ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল জেলার উজিরপুর উপজেলা থেকে কাটা রাইফেল ও দুই রাউন্ড গুলিসহ অজিত কুমার বাড়ৈ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়ি সংলগ্ন পানের বরজ থেকে ওই অস্ত্রসহ তাকে আটক করা হয়।



আটক অজিত কুমার বাড়ৈ (৪৫) উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া গ্রামের বাসিন্দা অমূল্য রতন বাড়ৈর ছেলে ও একজন পানচাষী।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম খান জানান, জল্লা পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অজিত কুমার বাড়ৈর পানের বরজে যান।

এ সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অজিত কুমার বাড়ৈকে আটক করা হয়। পরে পানের বরজের মধ্যে থাকা পুরানো ১৪ ইঞ্চি লম্বা একটি কাটা রাইফেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।