ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অনিক কম্পোজিট কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
রূপগঞ্জে অনিক কম্পোজিট কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনার দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার অনিক কম্পোজিট নামে এক কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মনির চৌধুরী স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার পরিদর্শন করে দেখা যায় অনিক কম্পোজিট কারখানাটি ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে আসছেন। যাতে পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে।

এই অপরাধে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন কারখানাটিকে ১৫ লাখ টাকা জরিমানা করেন।

এছাড়া কারখানার মালিকপক্ষ অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ০৩২৩, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।