ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হোমনায় দাফনের তিন মাস পর মরদেহ উত্তোলন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
হোমনায় দাফনের তিন মাস পর মরদেহ উত্তোলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিলার হোমনায় আব্দুল মান্নান মিয়া (৬০) নামে এক ব্যক্তির মরদেহ দাফনের তিন মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ জামিল এর উপস্থিতিতে স্থানীয় কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে পুলিশ।



নিহতের স্ত্রী হাসিনা বেগমের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে আদালত নিহতের মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল রিপোর্ট দাখিলের নির্দেশ দিলে মরদেহ উত্তোলন করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ অক্টোবর উপজেলার সাফলেজি গ্রামের সাত সন্তানের জনক আবদুল মান্নান মারা গেলে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের স্ত্রী হাসিনা বেগম তার স্বামী আব্দুল মান্নান এর মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়, তাকে তার আপন দুই ভাই পিটিয়ে হত্যা করেছে মর্মে একই সালের ২৪ নভেম্বর কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদী হাসিনা বেগম জানান, ‘আমার স্বামী ফেরি করে কাপড় বিক্রি করতো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার দুই দেবর (নিহতের আপন ভাই) আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ এনে আমি আদালতে মামলা দায়ের করেছি’।

মামলার তদন্ত কর্মকর্তা হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, ‘আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে’।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।