ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
কালীগঞ্জে গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামে গরুচোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে আহত যুবক জাকির হোসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

সোমবার (২৬) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যুবরণ করেন।



নিহত জাকির হোসেন একই উপজেলার আড়পাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সোমবার সকাল ১০টার দিকে জাকিরকে গরুচোর সন্দেহে গ্রামবাসী পিটিয়ে মারাত্মক জখম করে। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সোমবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণকরে।

ওসি আরো জানান, নিহত জাকির প্রকৃত গরুচোর ছিলেন না। নেশা করার ফলে অসংলগ্ন চলাফেরা ও কথা বলার কারণে গ্রামবাসী তাকে গরুচোর সন্দেহে গনপিটুনি দেয়।

লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে এখনো কালীগঞ্জ থানায় মামলা হয়নি, তবে প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।