ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ধর্ষণের অভিযোগে আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
রূপগঞ্জে ধর্ষণের অভিযোগে আটক ২

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, মৈকুলী এলাকার আব্দুল হেকিমের ছেলে তানভীর হোসেন (২০) ও ফজর আলীর ছেলে জাকির হোসেন (১৯)।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ও ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে মৈকুলী এলাকার তানভীর, জাকির, রাজু ও মমিন নামে চার যুবক ওই কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে ধর্ষিতার পরিবার ধর্ষণের বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে সোমবার রাতে ওই দুই যুবককে আটক করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আটকদের মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।  

ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই জনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৫০০, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।