ঢাকা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাকের সড়ক নামক স্থানে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় দগ্ধ চালক বকুল দেবনাথ (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ২০ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন বকুল দেবনাথ।
নিহত বকুল দেবনাথ সিলেটের ওসমানী নগরের গোয়ালা বাজার এলাকার রতন মনিনাথের ছেলে।
চিকিৎসকদের বরাত দিয়ে নিহতের ভাই রন্টু দেবনাথ বাংলানিউজকে জানান, গত ২০ জানুয়ারি হেলপাল কিবরিয়াকে সঙ্গে নিয়ে সিলেটের জয়ন্তপুর থেকে ট্রাকে বালুবোঝাই করে সিলেট সদরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার গোয়াইনঘাট উপজেলার বাকের সড়ক নামে স্থানে পৌঁছলে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে অবরোধ সমর্থকরা। এসময় গুরুতরভাবে দগ্ধ হন চালক বকুল দেবনাথ।
পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে ৭ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদশ সময়: ০৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫