ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে দেড় শতাধিক দোকান ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে দেড় শতাধিক দোকান ভস্মীভূত ফাইল ফটো

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেলবাজার সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।


 
পরে নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, বদরগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারীর ফায়ার সার্ভিসের টিম লিডার ফরহাদ হোসেন বলেন, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দেড় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে মুদি, মনিহারী, মসলাসহ কাপড়ের দোকান রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আসায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।