চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার শ্রীপুর এলাকায় আগুন লেগে সাতটি বসতঘরসহ ১০টি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শ্রীপুরের ভূঁইয়া বাড়ির আবু তাহের মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মালপত্রসহ সাতটি বসতঘর ও তিনটি রান্না ঘর পুড়ে যায়।
এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিমূর্ল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫