নীলফামারী: জুয়া খেলার অপরাধে নীলফামারীর কিশোরগঞ্জে নয়জন জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্দিকুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-নীলফামারী সদর উপজেলার আলমগীর হোসেন (২৮), কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিঙ্গেরগাড়ী গ্রামের হাবিবুর রহমান (১৮), নিতাই ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের রহমত আলী (২৩), একই গ্রামের ছোলতাব মিয়া (৪০), নিতাই গ্রামের মমতাজ উদ্দিন (৩০), কুঠিয়ালপাড়ার তারাজুল ইসলাম (২৪) ও বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি গ্রামের আমীর হোসেনকে (৪০) ২১ দিন করে, চাঁদখানা ইউনিয়নের নুর আলমকে(২৩) ১৪ দিন এবং নিতাই ইউনিয়নের শরীফুল ইসলামকে (১৮) ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, বিকেলে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জন জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সাতজনকে ২১ দিন করে, একজনকে ১৪ দিন এবং অপর একজনকে সাতদিনের কারাদণ্ড দিয়ে রাতেই নীলফামারী জেলা কারাগারে পাঠান।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫