ঢাকা: রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যক্তির আরেকজনের পরিচয়ও শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল নয়টার দিকে নিহত ব্যক্তির স্ত্রী সাবিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে এসে লাশটির পরিচয় শনাক্ত করেন।
নিহত ব্যক্তির নাম সুলতান (৩৮)। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপায়। বর্তমান ঠিকানা গাজীপুর জয়দেবপুরের কাশিমপুরে।
সুলতানের স্ত্রী জানান, তার স্বামী ২০ ডিসেম্বর বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। এরপর লোক মারফত খবর পেয়ে ঢামেক মর্গে এসে তিনি লাশ শনাক্ত করেন।
এর আগে বন্দুক যুদ্ধে নিহত অপর ব্যক্তির লাশ সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তার স্ত্রী শাহীনুর ঢামেকে এসে শনাক্ত করেন। তার নাম আবুল কালাম আজাদ (৪৫)। তিনি ভোলা জেলার সদর থানার বাপতা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
এই দম্পতি গাজীপুর টঙ্গী বাস্তুহারা বস্তির পেছনে চাঙ্কির টেক এলাকায় বসবাস করতেন।
নিহত দু’জনের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, বনশ্রী আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে একটি গাড়িকে দাঁড়ানোর নির্দেশ দিলে ভেতর থেকে কয়েকজন সন্ত্রাসী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে এসময় তাদের গুলিতেই দুই সন্ত্রাসী মারা যায়।
** পরিচয় মিলেছে বন্দুকযুদ্ধে নিহত একজনের
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫