ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী

ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসার মধ্যে আগুন লেগে কামাল (৩৫) ও তার দ্বিতীয় স্ত্রী লিজা দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাতটার দিকে ফতুল্লার রেলগেট সংলগ্ন টিনসেড বাড়িতে লাগা আগুনে তারা দগ্ধ হন।

 

কামালের প্রথম স্ত্রী নুরুর নাহার তাদের উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।

তবে আগুনের সূত্রপাত বিষয়ে কামাল ও তার স্ত্রী ভিন্ন কথা বলছেন। সামান্য দগ্ধ লিজা বাংলানিউজকে জানান, বাসার গ্যাসের পাইপ থেকে আগুন লাগে। এদিকে দগ্ধ কামাল জানিয়েছেন, ইলেকট্রিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে কামালের দুই হাত, পেট ও কপাল পুড়ে গেছে। আর তার স্ত্রী লিজার দুই পা ও শরীরের দু’য়েক জায়গায় সামান্য দগ্ধ হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।