নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র জয় থেকে: বার্ষিক মহড়া দেখতে বঙ্গোপসাগরে নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’-এ পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
চট্টগ্রাম থেকে একটি স্পিডবোটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর তিনি ‘সমুদ্র জয়’ জাহাজে পৌছান।
জাহাজে ওঠার পরপরই নৌবাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।
পতেঙ্গা মোহনা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া ‘এক্সসারসাইজ সি থান্ডার-২০১৫’ শুরু হবে দুপুর সোয়া ১২টায়। টানা ১৬ দিনব্যাপী মহড়ার পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫