ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘সি থান্ডার’ দেখতে সমুদ্র জয়ে রাষ্ট্রপতি

ইশতিয়াক হুসাইন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
‘সি থান্ডার’ দেখতে সমুদ্র জয়ে রাষ্ট্রপতি

নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র জয় থেকে: বার্ষিক মহড়া দেখতে বঙ্গোপসাগরে নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’-এ পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

চট্টগ্রাম থেকে একটি স্পিডবোটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর তিনি ‘সমুদ্র জয়’ জাহাজে পৌছান।

সমুদ্র জয়ের অধিনায়ক ক্যাপ্টেন ডব্লিউ এইচ কুতুব উদ্দিন রাষ্ট্রপতিকে স্বাগত জানান। নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিএন ফ্লোটিলার কমডোর এম খালেদ ইকবাল এ সময় উপস্থিত ছিলেন।

জাহাজে ওঠার পরপরই নৌবাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।

পতেঙ্গা মোহনা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া ‘এক্সসারসাইজ সি থান্ডার-২০১৫’ শুরু হবে দুপুর সোয়া ১২টায়। টানা ১৬ দিনব্যাপী মহড়ার পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।