ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দেশে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারকারী ৯৭ শতাংশ

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
দেশে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারকারী ৯৭ শতাংশ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারকারীর সংখ্যা ৯৭ শতাংশ। এক যুগ আগেও এটা ছিল মাত্র ৩৩ শতাংশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্যানিটেশনের দিক থেকে বাংলাদেশ বেশ অগ্রগামী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্যানিটেশন বিষয়ে দক্ষিণ এশিয়ার আটটি দেশের ওয়ার্কিং কমিটির ৭ম বৈঠকে বক্তারা এ পরিসংখ্যান তুলে ধরেন।

দু’দিনব্যাপী এ বৈঠক ও আলোচনা শুরু হয়েছে সাড়ে ৯টায়।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর হোসেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিভাগের প্রধান খালেদা আহসান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব খায়রুল ইসলাম, প্রফেসর ফিরোজ আহমেদ প্রমুখ।

বৈঠকে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, মায়ানমার ও আফগানিস্তানের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ায় ১শ’ ৭০ কোটি মানুষ বসবাস করে। শুধু একটি দেশের নয়, যদি স্যানিটেশনের উন্নয়ন করা যায় তাহলে গোটা বিশ্বের চিত্র বদলে যাবে। এজন্যই দক্ষিণ এশিয়ার এই দেশগুলো একযোগ হয়েছে।

তারা আরও বলেন, বর্তমানে বাংলাদেশে উন্নত স্যানিটেশন ব্যবহারকারীর হার ৫৭ শতাংশ। গোটা দেশের মাত্র তিন শতাংশ মানুষ যত্র-তত্র মল-মূত্র ত্যাগ করছে। এটাকে ঠিক করা এখন বড় চ্যালেঞ্জ।

এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সস্তা ও টেকসই স্যানিটেশন সামগ্রী সরবরাহ জরুরি বলে মনে করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।