ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় পৌঁছুলো কোকোর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ঢাকায় পৌঁছুলো কোকোর মরদেহ ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকায় পৌছেছে আরাফাত রহমান কোকোর মরদেহ। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তার মরদেহবাহী মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।



মরদেহ বুঝে নিতে বিমানবন্দরে আছেন খালেদা জিয়া মনোনিত বিএনপির ‍পাঁচ নেতা। এরা হলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লা আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে রওয়ানা হয়ে তারা পর্যায়ক্রমে বিমানবন্দরের পৌছেন। কোকোর মরদেহ বহনের জন্য একটি অ্যাম্বুলেন্সও বিমানবন্দরে আসে যথাসময়ে।  

এয়ারপোর্টে আরও উপস্থিত হন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক ফললুল হক মিলন ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছির উদ্দীন।

কোকোর মরদেহ আসা উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা যেমন বাড়ানো হয়, তেমনি সীমিত করা হয় যান ও জন চলাচল।

বিএনপির কিছু উৎসাহী নেতাকর্মীও জড়ো হন বিমানবন্দরে।

গত শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

** কোকোর মরদেহ নিতে বিমানবন্দরে ৫ নেতা
** কোকোর মরদেহবাহী ফ্লাইট ঢাকায় নামবে সাড়ে ১১টায়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।