ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে কিবরিয়া হত্যা বার্ষিকীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
হবিগঞ্জে কিবরিয়া হত্যা বার্ষিকীতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ হত্যাকাণ্ডের রায় বাস্তবায়ন করে অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জ জেলা শাখা।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের ঘটনাস্থল হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে মানববন্ধন, পুষ্পস্তবক অর্পণ এবং সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।



সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শ্রমিক লীগ সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজু ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম প্রমুখ।

এর আগে স্থানীয়ভাবে নির্মিত স্মৃতিসৌধে শ্রমিক লীগ, যুবলীগ, শাহ কিবরিয়া স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় নিহতদের স্মরণে দোয়া করা হয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ জন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।