ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এমআরপি না পেলে প্রবাসী শ্রমিকরা অবৈধ হবে

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
এমআরপি না পেলে প্রবাসী শ্রমিকরা অবৈধ হবে

জাতীয় সংসদ ভবন থেকে: বিদেশে অবস্থানরত কর্মীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান করা নিয়ে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
 
এ চ্যালেঞ্জের কথা শিকার করে প্রাবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রব‍াসী শ্রমিকদের এমআরপি পাসপোর্ট প্রদান করা গুরুত্বপূর্ণ বিষয়।

কিন্তু প্রাবাসে আমাদের যেসব শ্রমিক রয়েছেন, তাদের যদি আগামী নভেম্বরের মধ্যে এমআরপি দেওয়া না যায় তাহলে তারা অবৈধ শ্রমিক হিসেবে বিবেচিত হবেন। এ নিয়ে সরকার কঠিন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।

নির্ধারিত এ সময়ের মধ্যে এমআরপি প্রদান করা কষ্টসাধ্য কাজ বলেও মনে করেন মন্ত্রী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ইশরাফিল আলমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।   

মন্ত্রী বলেন, আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আশা করি নভেম্বরের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। মালয়েশিয়াতে কোনো সমস্যা নেই। আরব আমিরাত ও সৌদি আরবে অবস্থান করা কিছু শ্রমিকের এ সমস্যা রয়েছে। সৌদি আরবে ২২ লাখ, আরব আমিরাতে ১৫ লাখ শ্রমিক রয়েছে। এদের এমআরপি প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

** বেসরকারিভাবে বিদেশে কর্মী প্রেরণ হয় না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।