ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীতে তুরাগ এলাকায় বজলু (২৭) নামে এক যুবক ও পোস্তগোলা এলাকায় অজ্ঞাত-পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।    
  
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 
  
বজলু মাদারীপুর সদর থানার পুঠিয়ার চর এলাকার মৃত মোকছেদ মিয়ার ছেলে। তিনি আমিন বাজার এলাকায় বসবাস করতেন।  
  
তার ছোট ভাই ফারদান জানান, তুরাগ তিন ফুট রাস্তায় পায়ে হেটে যচ্ছিলেন তার ভাই। এ সময় একটি মাটি বোঝাই ট্রাক ট্রাক ধাক্কা দিলে আহত হন তিনি। উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
  
এদিকে, শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বাংলানিউজকে জানান, পোস্তগোলা ব্রিজ থেকে পড়ে অজ্ঞাত-পরিচয় (৬৫) এক নারী গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
  
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এসব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
  
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।