ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বেনাপোলগামী সোহাগ পরিবহনে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ফরিদপুরে বেনাপোলগামী সোহাগ পরিবহনে ডাকাতি

ফরিদপুর: ফরিদপুরে হাইওয়ে সড়কে ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের (স্ক্যানিয়া ঢাকা মেট্রো ব ১৪-৬১২৯) ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে যাত্রীবেশী ছয়জনের ডাকাতদল ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে গাড়িতে ডাকাতি শুরু করে এবং মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় ডাকাতি শেষে নেমে যায়।

এ সময় ডাকাতরা গাড়িতে থাকা ২৬ যাত্রীর কাছ থেকে নগদ টাকা, ডলার, মোবাইলসেট ও মূল্যবান জিনিসপত্রসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

গাড়ির সুপারভাইজার কাম গাইড আমির হামজা জানান, রাজধানীর মালিবাগ থেকে ২৯ জন, বাড্ডা থেকে ২ জন ও নবীনগর থেকে ১ জন মোট ৩২ জন যাত্রী নিয়ে রাত নয়টায় বেনাপোলের উদ্দেশ্যে গাড়ি ছাড়ে।

তিনি জানান, রাত ১টার দিকে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় পৌঁছালে যাত্রীবেশী গাড়িতে থাকা ৬ জন ডাকাত অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে গাড়িতে ডাকাতি শুরু করে। পরে তারা দীর্ঘ এক ঘন্টা লুটতরাজ চালিয়ে টাকা, ডলার, মোবাইল ও মূল্যবান জিনিসপত্রসহ ৯/১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

যাওয়ার পথে ফরিদপুরের মধুখালী উপজেলার রেলগেট এলাকায় ডিউটিরত পুলিশ সদস্যদের বিষয়টি মৌখিকভাবে জানিয়ে বেনাপোলে চলে যাই। সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে এসে মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করি।

মধুখালী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ডাকাতির ঘটনা রাতেই গাড়ির সুপারভাইজার মৌখিকভাবে জানালেও মধুখালী থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, ডাকাতির ঘটনা ঘটেছে এমন অভিযোগে দুপুরে সোহাগ পরিবহনের একজন সুপারভাইজার অভিযোগ নিয়ে এলে আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই-বাছাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা ফিরে আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।