ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি-জামায়াত দেশ নিয়ে খেলছে

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বিএনপি-জামায়াত দেশ নিয়ে খেলছে

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশ নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর যখন দেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা ফিরে পেয়েছে।

ঠিক সেই সময় আবারও ধ্বাংসাত্মক কার্যক্রম করছে বিএনপি। তারা দেশ নিয়ে খেলছে।
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
 
তোফায়েল আহমেদ বলেন, অনেক চ্যালেঞ্জের মধ্যেই ২০১৩ সালে ৩০ দশমিক ২ মিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য বিএনপির ধ্বংসাত্মত কার্যক্রমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছিল। ৫ জানুয়ারি নির্বাচনের পর তা আবার ফিরে পেয়েছে। তারা আবারো ধ্বংসাত্মক কার্যক্রম হাতে নিয়েছি। তাদের আন্দোলনে জনসমর্থন নেই।
 
দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিহতের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
 
সরকার দলীয় সংসদ  সদস্য আব্দুল মান্নানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জিএসপি ফিরে পাওয়ার সম্ভাবনা আপাতত নেই। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে জিএসপি প্রথা নেই। তারা যদি পুনরায় চালু করে তাহলে সম্ভাবনা আছে। কিন্তু আপতত কোনো সম্ভাবনা দেখছি না।
 
তিনি বলেন, তবে এতে আমাদের রপ্তানির কোনো অসুবিধা হবে না। কেন না আমরা মার্কিন যুক্তিরাষ্ট্রে ডিউটি ফ্রি প্ল্যাস্টিক রপ্তানি করে থাকি। এতে কোনো সমস্যা হবে না।

** এমআরপি না পেলে প্রবাসী শ্রমিকরা অবৈধ হবে

** বেসরকারিভাবে বিদেশে কর্মী প্রেরণ হয় না

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।